ছবির মধ্যে ছবি! খুঁজে বের করতে পারবেন?


১০:০৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২১
ছবির মধ্যে ছবি! খুঁজে বের করতে পারবেন? - Ekotar Kantho

একতার কণ্ঠঃ ছবিতে দেখা যাচ্ছে একটি ব্যাঙ বসে আছে। এটি স্পষ্ট। কিন্তু এ ব্যাঙের মধ্য থেকে খুঁজে বের করতে হবে ঘোড়ার অবয়ব। অসম্ভবই বটে।

ছবির মধ্যে ছবি, এমন ধাঁধা হয়তো আগেও সমাধান করার চেষ্টা করেছেন। তাই আরও এক বার চ্যালেঞ্জ নেবেন নাকি?

এই ছবিই আবার বলে দেবে যে, আমরা চর্মচক্ষে যা সরাসরি দেখি, অনেক সময় সেটা ভ্রমও হতে পারে, পরিভাষায় যাকে বলে ‘অপটিক্যাল ইলিউশন’।সাদা-কালো যে ব্যাঙটির ছবি রয়েছে এখানে, সেটা শুধু ব্যাঙ নয়। একটি ঘোড়াও।


কি বুঝতে পারছেন না? তাহলে ছবিটিকে ডান থেকে বামের দিকে ৯০ ডিগ্রি কোণে ঘুরিয়ে দেখুন।

সূত্রঃ যুগান্তর নিউজ পোর্টাল


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।