আউজুবিল্লাহি মিনাশ শাইত্বনির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনেননি বা তার সম্পর্কে জানেন না, বিশ্বের ইতিহাসে এমন লোক খুব কমই আছে। তার পিতা ছিলেন একজন ধর্মভীরু, আল্লাহ ওয়ালা, পরহেজগার, একজন বড় মাপের আল্লাহ প্রেমিক লোক। তার মাতাও ছিলেন একজন পরহেজগার, দ্বীনদার, পর্দাশীল, ১৮ সিপারার কোরআনের হাফেজ, আরও অনেক গুণে গুণান্বিত। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকেই ছিলেন ১৮ সিপারার কোরআনের হাফেজ। পরবর্তী আমৃত্যু পর্যন্ত তার জীবন ছিল ঐতিহাসিক সোনালী জীবন।
অন্যদিকে, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন নবী (সাঃ) এর আদর্শের অনুসারী, মিতব্যয়ী, দুর্নীতিমুক্ত, বিচক্ষণ, ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক। তার সহধর্মিনী বেগম খালেদা জিয়াও একজন সকল ক্ষেত্রে দুর্নীতিমুক্ত গণমানুষের মা জননী নামে স্বনামধন্য রাষ্ট্রেনায়ক ছিলেন। মহান আল্লাহ তায়ালা যদি সহায় হোন আগামী দিনের রাষ্ট্রনায়ক হবেন জনাব তারেক জিয়া। যার বাবা ও মা উভয়জনই ছিলেন বিশ্বখ্যাতি সম্পন্ন সফল রাষ্ট্রনায়ক। তাদের গর্ভের সন্তান জনাব তারেক জিয়া জন্মসূত্রেই ১৮ সিপারার রাজনীতির হাফেজ।
পরবর্তী ১৮ বছর প্রবাস জীবনে শুধু রাজনীতি নিয়েই গভীর গবেষণায় মগ্ন আছেন। গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পিতা-মাতা-সন্তান জনগণের ভোটের দ্বারা রাষ্ট্রনায়ক হয়েছেন এমন ঐতিহাসিক নজির আমার জানা নেই। যারা জনাব তারেক জিয়াকে একজন অল্পবয়স্ক ও অনভিজ্ঞ মনে করেন তারা বোকার স্বর্গে বাস করছে।
বর্তমানে ওনার ভার্চুয়াল বক্তব্যে বোঝা যায় তারেক জিয়া একজন দুর্নীতিমুক্ত বিচক্ষণ দেশপ্রেমিক আপসহীন রাষ্ট্রনায়ক হবেন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার মা-বাবার চাইতেও দূরদর্শিতার পরিচয় দিবেন। সুদূর লন্ডন থেকে ওনার চোখ যেন সমগ্র বাংলাদেশের সিসিটিভি ক্যামেরার মত পর্যবেক্ষণ করছে। আমরা যারা বিএনপিকে ভালোবাসি বা বিএনপি করি আমাদের কোন প্রকার অপকর্মের দ্বারা যদি বিএনপির গায়ে কালিমা লেগে যায় আমরা যে যত বড় নেতাই হই না কেন, জনাব তারেক জিয়ার আপসহীন নেতৃত্বের বলে নিজেরাই দল থেকে ছিটকে পড়ে যাব এবং কঠিন বিচারের সম্মুখীন হবো। সে কারণে আমাদের সকলেরই সাবধানতা অবলম্বন করা উচিত।
বিনীত,
মোঃ আব্দুল্লাহ আকন্দ
কোনাবাড়ি বাজার, গোপালপুর, টাঙ্গাইল।
মোবাইল: 01718593754