টাঙ্গাইলে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা চালক নিহত


০৭:২৫ পিএম, ১৫ অগাস্ট ২০২৩
টাঙ্গাইলে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা চালক নিহত - Ekotar Kantho
দুর্ঘটনা কবলিত অটোরিকশা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের দেলদুয়ারে অজ্ঞাতনামা কাভার্ডভ্যানের চাপায় জওশন (৩০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এ সময় অটোতে থাকা তাঁর ছেলে ইয়াসিন (৮) গুরুতর আহত হয়।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলার নাল্লাপাড়া-দেলদুয়ার আঞ্চলিক সড়কের এলাসিন ইউনিয়নের মুশুরিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালকের নাম মো.জওশন মিয়া(৩০)। তিনি আটিয়া ইউনিয়নের আটিয়া চালা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

20230826-141431

আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন আজাদ জানান, অটোরিকশাটি উপজেলার নাল্লাপাড়া থেকে দেলদুয়ারের দিকে যাচ্ছিলো। অটোরিকশাটি নাল্লাপাড়া-দেলদুয়ার আঞ্চলিক সড়কের মুশুরিয়া নামক স্থানে পৌঁছালে পিছন থেকে একটি অজ্ঞাত কাভার্ডভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কে ঘুরে কাভার্ডভ্যানের মুখোমুখী হলে কাভার্ডভ্যান অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এসময় অটোতে থাকা অটোচালকের ছেলে ইয়াছিন (৮) গুরুতর আহত হয়। স্থানীয়রা ইয়াছিনকে উদ্ধার করে প্রথমে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করে।

এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অটোচালকের মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, ঘাতক কাভার্ডভ্যানটি দ্রুত পালিয়ে গেলেও তা সনাক্তকরণে চেষ্টা চলছে।


পাঠকের মতামত

-মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।