কালিহাতীতে আ.লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


০৯:১৩ পিএম, ২৩ জুন ২০২৩
কালিহাতীতে আ.লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার(২৩ জুন) সকালে উপজেলার আওয়ামী লীগ দলীয় কার্যালয় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা`র সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালী, পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, জেলা আ.লীগের সাবেক সদস্য আবু নাসের,দশকিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মালেক ভূইয়া, কালিহাতী পৌরসভার মেয়র নুরনবী সরকার, কালিহাতী পৌর আ. লীগের সভাপতি মালেক তালুকদার, উপজেলা কৃষক লীগের সভাপতি ইকবাল হোসেন রিন্টু, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক লতিফ মোল্লা, উপজেলা যুব লগের সাধারণ সম্পাদক শাহআলম মোল্লা, উপজেলা শ্রমিক লীগের শেখ জাহিদুল ইসলাম শিপলু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ মনিরুজ্জামান মনির প্রমূখ।

এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন আ’লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।