একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বিশিষ্ট শ্রমিক নেতা মরহুম আব্দুস সবুর খান বীরবিক্রমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) বিকেলে দিবসটি পালন উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া মাজার প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন- বিশিষ্ট রাজনীতিবিদ মুরাদ সিদ্দিকী, মুক্তিযোদ্ধা কমান্ডার টাঙ্গাইল জেলা ইউনিটের সাবেক কমান্ডার ফজলুল হক বীরপ্রতীক প্রমুখ।
সভা পরিচালনা করেন শ্রমিক নেতা উদয় লাল গৌড়।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শ্রমিক সংগঠণ, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও মরহুমের পরিবারবর্গের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন ঢেলী করটিয়া জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাসেম।