একতার কণ্ঠঃ বান্ধবীর মৃত্যুর খবর পেয়ে তাকে দেখতে বাড়ি থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হামিদা বেগম (৮০) নামের এক বৃদ্ধা নারী।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার বীরঘাটাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হামিদার বাড়ি উপজেলার জামুরিয়া ইউনিয়নের বীরঘাটাইল গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে আব্দুল হালিম।
হালিম জানান, ঘাটাইল পৌরসভার তেলেঙ্গাপাড়া গ্রামে তার মায়ের একজন বান্ধবী ছিলেন। মঙ্গলবার সকালে বান্ধবী মারা যাওয়ার খবর পান তিনি। পরে একাই লাঠিতে ভর করে বাড়ি থেকে বের হয়ে বান্ধবীকে দেখতে যান।
তিনি আরো জানান, ফেরার পথে সড়ক পারাপারের সময় বীরঘাটাইল নামক স্থানে একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।