অসুস্থ বীরমুক্তিযোদ্ধাকে দেখতে হাসপাতালে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা সন্তান সংসদ


১৯ ডিসেম্বর ২০২২, ১০:১১
অসুস্থ বীরমুক্তিযোদ্ধাকে দেখতে হাসপাতালে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা সন্তান সংসদ - Ekotar Kantho

একতার কণ্ঠঃ হাসপাতালে ভর্তি অসুস্থ বীরমুক্তিযোদ্ধা মোঃ আনসার আলীর চিকিৎসার খোঁজখবর জানতে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট’এর সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ এর নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিটের একটি প্রতিনিধি দল সোমবার (১৯ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে উপস্থিত হন।

উপস্থিত মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ বীরমুক্তিযোদ্ধা মোঃ আনসার আলীর সুচিকিৎসার বিষয়ে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন।কর্তব্যরত চিকিৎসক উনার চলমান শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলে জানান।

এসময় উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’-এর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মিজান, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি সোহেল সোহরাওয়ার্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আমিনুর রহমান মিল্টন।

এসময় আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোঃ আনসার আলী সাহেবের কনিষ্ঠপুত্র ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল শহর শাখার যুগ্মআহ্বায়ক ইমদাদুল হক এবং জৈষ্ঠপুত্র টাঙ্গাইল জেলা শাখার সদস্য নাসির উদ্দিন।

নিউজটি শেয়ার করুন


কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।