একতার কণ্ঠঃ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শনিবার ( ১০ ডিসেম্বর ) সকালে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও মহাসচিব এস এম সাইফুর রেজার আহবানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা শাখার কো-অর্ডিনেটর ব্যারিস্টার হাসনাত জামিল।
এ সময় উপস্থিত ছিলেন, মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর কর্মী ইকরামুল হোসেন, খাইরুল ইসলাম আকাশ, নূর মোহাম্মদ , রাফি আহমেদ, বেল্লাল হোসেন রিজভান, নূর নবী হাসান ,ডিএম সাব্বির ,হৃদয় খান ,এনামুল হোসেন, আব্দুল্লাহ আল মামুন ,মাসুদুর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি দুইটি পর্বে বিভক্ত ছিল । অনুষ্ঠানের প্রথম পর্বে কো-অর্ডিনেটর ব্যারিস্টার হাসনাত জামিল সংগঠনের সকল সদস্যদের সাথে নিয়ে টাঙ্গাইল পৌর এলাকার আকুরটাকুর পাড়া ও বেতকা এলাকায় পরিবেশবান্ধব পাঁচ শতাধিক বৃক্ষরোপণ করেন ।
দ্বিতীয় পর্বে মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর গুরুত্ব সম্পর্কে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।