বিনা টি‌কিটে ট্রেন ভ্রমণ করায় টাঙ্গাই‌লে ২৭২ যাত্রী‌কে জ‌রিমানা


০৯:১৩ পিএম, ১০ অক্টোবর ২০২২
বিনা টি‌কিটে ট্রেন ভ্রমণ করায় টাঙ্গাই‌লে ২৭২ যাত্রী‌কে জ‌রিমানা - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাই‌লের বঙ্গবন্ধু সেতুপূর্ব ও প‌শ্চিমের সয়দাবাদ রেল‌স্টেশ‌নে অ‌ভিযান চালি‌য়ে বিনা টি‌কিটে ভ্রমণকারী ২৭২ জন যাত্রী‌র জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। এ‌সব যাত্রী‌র কাছ থেকে ১ লাখ ২৯ হাজার টাকা জ‌রিমানা আদায় করা হয়।

রোববার (৯ অ‌ক্টোবর) দিনব্যাপী পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনের নেতৃ‌ত্বে এই দুই রেল‌স্টেশ‌নে অ‌ভিযান চালানো হয়।

এসময় বনলতা এক্স‌প্রেস, ধুম‌কেতু, সুন্দরবন, চিত্রা, দ্রুতযান, কু‌ড়িগ্রাম পদ্মা ও লালম‌নি এক্স‌প্রেস ট্রেনের বিনা টি‌কে‌টে ভ্রমণকারী যাত্রী‌দের জ‌রিমানা করা হয়।


এসময় উপ‌স্থিত ছি‌লেন, পাকশী রেলওয়ে বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ফারহান মাহমুদ, আবুহেনা শাহ্আলম, বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের বুকিং ইনচার্জ রেজাউল করিম প্রমুখ।

পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন জানান, বিনা টি‌কিটে যাত্রীরা যাতে ট্রেন ভ্রমণ না ক‌রেন সেই বিষ‌য়ে স‌চেতনতার পাশাপা‌শি অ‌ভিযান প‌রিচালনা ক‌রে জ‌রিমানা করা হয়।

তিনি আরো জানান, এধর‌নের অ‌ভিযান অব্যাহত থাক‌বে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।