একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের হাতিয়া নামক স্থানে অরক্ষিত রেলক্রসিংয়ে গেটম্যানের দাবিতে ট্রেন আটকে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সল্লা ইউনিয়নে হাতিয়া-ধুনাইল সড়কে হাতিয়া রেলক্রসিং এলাকায় আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা ওই মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি তারা ২০ মিনিট আটকে রাখে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল খালেক, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডের মো. হুমায়ুন, বীর মুক্তিযোদ্ধা ফটিক মন্ডল, হযরত আলী তালুকদার, আব্দুল হালীম প্রমুখ।
বক্তারা বলেন, রেল লাইন নির্মাণের পর থেকে হাতিয়ার এ রেলক্রসিংয়ে শিশুসহ অন্তত দেড় শতাধিক লোক নিহত হয়েছে।
তারপরও এই ক্রসিংয়ে রেল কর্তৃপক্ষ রেলগেট ও গেটম্যান নিয়োগ দেয়নি। তারা দ্রুততম সময়ের মধ্যে মধ্যে রেলগেট ও গেটম্যানের দাবি জানান।
রেলগেট ও গেটম্যানের দাবি অতিদ্রুত বাস্তবায়ন না হলে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।