একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই অটোচালকের মৃত্যু হয়েছে।
রোববার ( ২৮ আগস্ট) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চরপাড়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- পুষ্টকামুরী সওদাগরপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে জুয়েল মিয়া ও পুষ্টকামুরী পূর্বপাড়া গ্রামের ওয়াসি উদ্দিনের ছেলে আতিক।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, নিহত দুইজনই পেশায় অটোচালক ছিলেন। তারা একটি নষ্ট অটো মেরামত করে বাড়ি ফেরার পথে পুষ্টকামুরী চরপাড়া বাইপাস পার হওয়ার সময় পেছন দিক থেকে একটি বাস তাদের অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে আতিক ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়ার পথে জুয়েলের মৃত্যু হয়।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোল্লা টুটুল জানান, ঘটনাস্থল থেকে বাসটি আটক করার গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে সোমবার (২৯ আগস্ট) দুপুরের নিহতদের লাশ দাফনের প্রাক্কালে তাদের পরিবারে শোকের মাতম বইছিলো। দুজনই বিবাহিত ছিলেন। তাদের স্ত্রী সন্তানদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয় নিহতদের বাড়িতে।