একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ বক্সে বাসের ধাক্কায় পথচারী এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার(১১ আগস্ট) বিকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
আরো পড়ুনঃ চাঞ্চল্যকর শিহাব হত্যা মামলা সিআইডিতে
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত রাবেয়া খাতুন (৭০) উপজেলার সহদেবপুর ইউনিয়নের পাঠন্দ দ্বিমুখা গ্রামের মৃত রবি শেখের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে জামালপুরগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের যাত্রীবাহি একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে ট্রাফিক পুলিশ বক্সের আগে একটি রিকশা, ট্রাক ও পিকআপকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে এক পথচারী বৃদ্ধা নিহত হয় ও আহত হয় দুজন। আহতদের মধ্যে রিক্সাচালক শহিদুলের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ বাবুল আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ ফাড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।