একতার কন্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের জেরে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন আলাউদ্দিন (২৬) নামের এক ট্রাক চালক।
মঙ্গলবার (১৬ মার্চ) বিকালে উপজেলার এলেঙ্গার ভাড়া বাসায় টিনসেট ঘর থেকে ঝুলন্ত অবস্থায় আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ট্রাকচালক উপজেলার সল্লা পূর্বপাড়া গ্রামের শহর আলীর ছেলে।
এ বিষয়ে বাসার মালিক এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবীর জানান, সোমবার স্ত্রী’র সঙ্গে ঝগড়া করে রাতে স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে বসত ঘরে রশি দিয়ে আত্মহত্যা করেন। মঙ্গলবার দুপুরে অন্যান্য ভাড়াটিয়ারা ঘরের জানালা দরজা বন্ধ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
কালিহাতী থানার এসআই রুপন কুমার সরকার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।