টাঙ্গাইলে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত


০৭:২৪ পিএম, ১৩ জুলাই ২০২২
টাঙ্গাইলে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা এবং দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার(১৩ জুলাই) সকালে  টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে ওই শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের স্টাফ রিপোর্টার জাফর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন-অর-রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

এ সময় উপস্থিত ছিলেন যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি সৈয়দ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ন রশিদ আকন্দ সোনা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মাসুম ফেরদৌস।


শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তারা বলেন, নুরুল ইসলাম বাবুল বীরমুক্তিযোদ্ধা হওয়ায় দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সার্বক্ষনিক দেশের স্বার্থে মানুষের কল্যাণে কাজ করেছেন। মানুষের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়েছেন। বাংলাদেশের শিল্পকে যারা প্রতিষ্ঠিত করেছেন তাদের পাঁচ জনের একজন হচ্ছেন বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল। এছাড়াও দেশ প্রেমিক হিসেবে শ্রেষ্ট শিল্পপতি ছিলেন নুরুল ইসলাম বাবুল। তিনি সার্বক্ষনিক সততার সাথে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের কোন অভিযোগ নেই।

এ সময় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনীতিকসহ সুধীসমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।