মহানবীকে অবমাননার প্রতিবাদে টাঙ্গাইলে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ


০৯:১১ পিএম, ১২ জুন ২০২২
মহানবীকে অবমাননার প্রতিবাদে টাঙ্গাইলে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ - Ekotar Kantho

একতার কণ্ঠ: মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে অবমাননার প্রতিবাদে টাঙ্গাইলে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বোরবার (১২জুন) সকালে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের দুই সহস্রাধিক শিক্ষার্থীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র সুজন আহমেদ ও ইমন, ৫ম সেমিস্টারের হাসান প্রান্ত ও কম্পিউটার সাইন্সের বিপ্লব হাসান প্রান্ত।

এসময় বক্তারা ভারতীয় পন্য বয়কটসহ নূপুর শর্মার শাস্তি ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাবের আহবান জানান।



খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।