একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র ৭ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা বিএনপি এক দোয়া মাহফিলের আয়োজন করে ।সোমবার (২৩ জানুয়ারি) সকালে ভিক্টোরিয়া রোডস্থ বিএনপির কার্যালয়ে ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকো’র আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন, টাঙ্গাইল জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, সদস্য সচিব মাহমুদুল হক সানুর, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুল রহমান লিটন, অমল ব্যানার্জী, দেওয়ান শফিকুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, স্বেচ্ছাসেবকদলের সভাপতি তরিকুল ইসলাম ঝলক, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা মহিলাদলের সাবেক সভাপতি নিলুফার ইয়াসমিন খান ও ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেন প্রমুখ।
এসময় বিএনপির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।