টাঙ্গাইলে হামলার শিকার সেই ম‌্যা‌জিস্ট্রেটের মামলা


টাঙ্গাইলে হামলার শিকার সেই ম‌্যা‌জিস্ট্রেটের মামলা - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ম‌্যা‌জি‌স্ট্রেটের ওপর হামলার ঘটনায় মামলা হ‌য়ে‌ছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দিনগত রাত ১২টার পর হামলার শিকার উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মো. আব্দুল্লাহ আল রনী বাদী হ‌য়ে উপজেলা বাস মিনিবাস, কোচ শ্রমিক সমিতির সাংগঠনিক সম্পাদক পাপ্পু খানের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/২০ জ‌নের না‌মে ভুঞ‌াপুর থানায় মামলা দা‌য়ের ক‌রেন।

মামলায় সরকারি কাজে বাধা ও হামলায় আহত করার কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল থেকেই ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা‌কে কেন্দ্র ক‌রে থমথমে অবস্থা বিরাজ কর‌ছে। থানায় মামলা দা‌য়েরের পর প‌রিবহন শ্রমিকদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ কর‌ছে। এতে অন‌্যান‌্য দি‌নের মত ভুঞাপুর থেকে ঢাকার উদ্দেশে তেমন প‌রিবহন ছে‌ড়ে যায়‌নি।

ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব জানান, ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনার সময় পরিবহন শ্রমিকদের হামলার ঘটনায় ম‌্যা‌জি‌স্ট্রেট বাদী হ‌য়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫/২০ জনের নামে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন


কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।