টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন সদস্যদের সাদরে বরণ


০৭:০৮ পিএম, ৩০ জুন ২০২১
টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন সদস্যদের সাদরে বরণ - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন সদস্যদের সাদরে বরণ করার উদ্দেশ্যে বুধবার(৩০ জুন) দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য কামনাশীষ শেখর।অনুষ্ঠানের শুরুতে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে তারা সবাই তাদের অনুভূতি ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্য এডভোকেট জাফর আহমেদ বলেন, এবারই প্রথম এই ১৪ জন সদস্যকে প্রেস ক্লাবে অন্তর্ভুক্তিকে সবাই একযোগে সমর্থন করেছে। কোন ধরনের বির্তকিত সদস্যকে এবার অন্তর্ভুক্ত করা হয়নি। আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে সাদরে বরণ করে নেওয়া হলো। এটা আপনাদের জন্য সম্মানের। আশা করি, আপনারা সেই সম্মান ধরে রাখবেন। প্রেস ক্লাবের নতুন সদস্য হিসেবে আপনাদের স্বাগত জানাচ্ছি।

টাঙ্গাইল প্রেস ক্লাবের নতুন ১৪ জন সদস্যরা হলেন, দৈনিক আমাদের নতুন সময়’র জেলা প্রতিনিধি মো. আরমান কবীর, দৈনিক সকালের সময়ের টাঙ্গাইল প্রতিনিধি মো. রাশেদ খান মেনন (রাসেল), সাপ্তাহিক জাহাজমারা’র প্রধান সম্পাদক ও নিউজ-২৪’র টাঙ্গাইল প্রতিনিধি মো. আতিকুর রহমান, দি এশিয়ান এইজ’র টাঙ্গাইল প্রতিনিধি মো. মাসুদ রেজা, সাপ্তাহিক জাহাজমারা’র সম্পাদক মো. গোলাম কিবরিয়া বড়মনি, দৈনিক সংবাদ প্রতিদিন’র টাঙ্গাইল প্রতিনিধি মো. তোফায়েল আহমেদ রনি, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ’র টাঙ্গাইল প্রতিনিধি মো. আবু কাওছার আহমেদ, দৈনিক বণিক বার্তা’র টাঙ্গাইল প্রতিনিধি মো. পারভেজ হাসান, ঢাকা টাইমস’র স্টাফ রিপোর্টার মো. রেজাউল করিম, সাপ্তাহিক যুগধারা’র সম্পাদক মো. হাবিবুর রহমান, সাপ্তাহিক কালের স্বর’র সম্পাদক শামসুজ্জামান, দৈনিক জাগরণ’র জেলা প্রতিনিধি কাজল চন্দ্র আর্য্য ও দৈনিক টাঙ্গাইল সময়’র জেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হক। এছাড়া ডিবিসি নিউজ’র টাঙ্গাইল প্রতিনিধি মো. সোহেল তালুকদার নতুন সদস্য হলেও তিনি অসুস্থতাজনিত কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

উল্লেখ্য, টাঙ্গাইল প্রেসক্লাবের গত ১১ জুন অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় ১৪ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রেসক্লাবের পক্ষ থেকে বুধবার তাদের বরণ করে নেয়া হয় ।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।