টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষকদের প্রধানমন্ত্রীর অনুদান প্রদান


০৭:৪৪ পিএম, ২০ মে ২০২১
টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষকদের প্রধানমন্ত্রীর অনুদান প্রদান - Ekotar Kantho

 একতার কণ্ঠঃ টাঙ্গাইলে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আপদকালীন সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(২০ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষকদের হাতে অনুদানের টাকা তুলে দেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আমিনুল ইসলাম।

ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইলের উপ-পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ৪৬ জন শিক্ষককে ২৫ হাজার করে টাকা মোট ১১ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।



খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।