সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে টাঙ্গাইলে সুজনের মানববন্ধন


০৭:৫৫ পিএম, ২০ মে ২০২১
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে টাঙ্গাইলে সুজনের মানববন্ধন - Ekotar Kantho

একতার কণ্ঠঃ প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গ্রেপ্তারের প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার(২০ মে) সকালে টাঙ্গাইলে সুজন(সুশাসনের জন্য নাগরিক) টাঙ্গাইল জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সুজন টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি খান মোহাম্মদ খালেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ, সহ-সভাপতি অধ্যাপক বাদল মাহমুদ, সুজন ভূঞাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ দত্ত, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমুখ।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।