টাঙ্গাইলে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ


০৮:৫৮ পিএম, ৮ জুলাই ২০২৫
টাঙ্গাইলে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ - Ekotar Kantho
মঙ্গলবার দিনব্যাপী সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চারা গাছ বিতরণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এডভোকেট ফরহাদ ইকবাল

আরমান কবীরঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট ফরহাদ ইকবালের সার্বিক সহযোগিতায় সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দিনব্যাপী সদর উপজেলার খাদিজা আবু বক্কর উচ্চ বিদ্যালয় ও সুবর্ণতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচি পালন করা হয়।

অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, জলবায়ু পরিবর্তন রোধে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ ও বাসযোগ্য পরিবেশ উপহার দিতে হলে আমাদের সবাইকে এ উদ্যোগে সম্পৃক্ত হতে হবে।


এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, ছিলিমপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।