টাঙ্গাইলে বাস চলাচল শুরু


টাঙ্গাইলে বাস চলাচল শুরু - Ekotar Kantho

একতার কণ্ঠঃ বৃহস্পতিবার(৬ মে) সকাল থেকে  টাঙ্গাইলে বাস চলাচল শুরু হয়েছে। বাস চলাচল করায় যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও অস্বস্তি প্রকাশ করছে পরিবহন চালকরা। দুরপাল্লার গাড়ী চলাচল না করায় টাঙ্গাইলের বাসস্ট্যান্ডেই রয়েছে দুরপাল্লার বাসগুলো। শুধু লোকাল বাস ও নন সিটিং সার্ভিস বাসগুলো চলছে টাঙ্গাইল জেলায়।

স্বাস্থবিধি মেনে ফাঁকা ফাঁকা হয়ে যাত্রী পরিবহনের ব্যবস্থা থাকায় ভাড়া বেশি দিতে হচ্ছে যাত্রীদের। তারপরও কিছুটা স্বস্তির কথা জানিয়েছেন সাধারন যাত্রীরা। কিন্তু দুরপাল্লা  গাড়ী চলাচল না করায় তেলের খরচও উঠছে না বলে জানিয়েছেন পরিবহন চালক ও  মালিকগণ।

বাস চালক মিজানুর রহমান জানান,  যাত্রী সংখ্যা কম হওয়াতে  গাড়ীর তেল খরচ উঠানোই কষ্টকর হয়ে পড়েছে। তার পরও সরকারকে ধন্যবাদ বাস চলাচলের অনুমোদি দেওযার জন্য।

বাস মালিক এহসানুল হক বলেন,  শুধু মাত্র শুধুমাত্র জেলার মধ্যে বাস চলাচলে মালিক-চালক-শ্রমিক কারো কোন লাভ হচ্ছে না। স্বাস্থ্য বিধি মেনে নিদিস্ট রুটে বাস চলাচল করার অনুমোদি দিলে সব  দিক যাত্রী- মালিক উভয়ই লাভবান হতো। আশা করি, সরকার বিষয়টি বিবেচনায় আনবেন।

নিউজটি শেয়ার করুন


কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।