আরমান কবীরঃ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের বাসায় গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
টাঙ্গাইল সদর উপজেলায় ২০২৫ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী বিভিন্ন কলেজে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে তিনি এ উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে জেলা বিএনপির বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বাসায় গিয়ে মেধাবী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়ায় অভিভাবকসহ স্থানীয়দের প্রশংসায় ভাসছেন সুলতান সালাউদ্দিন টুকু। তারা জানিয়েছেন, এর আগে কখনো এমনটা দেখেননি তারা। এই প্রথম সুলতান সালাউদ্দিন টুকু এমন উদ্যোগ গ্রহণ করেছেন। এতে খুশি তারা।
এ বিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাতে করে তারা পরীক্ষায় আরো ভালো ফলাফল করতে অনুপ্রাণিত হয়।