টাঙ্গাইলে ’বেড়াডোমা ব্রিজ’ নির্মাণ কাজের উদ্বোধন 


০৯:৩৭ পিএম, ৩ মে ২০২১
টাঙ্গাইলে ’বেড়াডোমা ব্রিজ’ নির্মাণ কাজের উদ্বোধন  - Ekotar Kantho

 একতার কণ্ঠ : টাঙ্গাইল পৌর সভার বেড়াডোমা এলাকায়  লৌহজং নদীর উপর অবস্থিত বেড়াডোমা  ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।  সোমবার( ৩ মে) বেলা ১১ টায়  টাঙ্গাইল পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাইলিং শুরুর মধ্য দিয়ে এই কাজের উদ্বোধন করেন পৌর মেয়র এস,এম সিরাজুল হক আলমগীর।

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পৌরসভার ভারপ্রাপ্ত  নির্বাহী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমী, উপ-সহকারী প্রকৌশলী রাজীব কুমার গুহ, পৌর কাউন্সিলর সাইফুল সরকার, মামুন জামান সজল  সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ প্রসঙ্গে  এস,এম সিরাজুল হক আলমগীর বলেন, বেড়াডোমা এলাকায় লৌহজং নদীর উপর  নির্মিত ব্রিজটি দীর্ঘদিন যাবৎ সংস্কার  হয়নি। ফলে  ব্রিজটি ভেঙ্গে গিয়ে  লৌহজং নদীর  পশ্চিম পাড়ের জনগণ সহ পশ্চিম টাঙ্গাইলের বিভিন্ন এলাকার মানুষের টাঙ্গাইল শহরের সাথে যোগাযোগ বিঘ্নিত হয়ে চরম ভোগান্তি  শিকার হয়েছে।

তিনি আরো বলেন,  এই ব্রিজের  নির্মান  কাজ সম্পন্ন  হলে এই এলাকার  যোগাযোগ ব্যবস্থা সচল ও  জনগণের ভোগান্তি নিরসন হবে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।