টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, ওসিসহ আহত ৭


০৯:৪৮ পিএম, ১৫ মার্চ ২০২৫
টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, ওসিসহ আহত ৭ - Ekotar Kantho
দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়

আরমান কবীরঃ টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় ইলিয়াস আলী নামে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জসহ (ওসি) ৭ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান, সার্জেন্ট খাইরুল ইসলাম, পুলিশ ভ্যানের চালক জামাল, কনস্টেবল হারুন-অর রশিদ ও রাশেদ, শ্রমিক ইলিয়াস আলী, আলু ব্যবসায়ী আল আমিন ও তুষার।


জানা গেছে, ঢাকাগামী আলুভর্তি একটি ট্রাক মহাসড়কের উপজেলার বাইপাস নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর তুলে দিলে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকে থাকা আলুর বস্তা রাস্তায় পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ অ(ওসি) মাসুদ খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে রাস্তা সচল করতে রাত ৩টার দিকে ঢাকাগামী অপর একটি ট্রাকে আলুর বস্তাগুলো লোড করছিলেন শ্রমিকরা।

এ সময় পাশেই দাঁড়িয়েছিলেন দুই আলু ব্যবসায়ী এবং ওসিসহ পুলিশ সদস্যরা। এরমধ্যে ঢাকাগামী দ্রুতগতির অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই দুই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ওসিসহ পাঁচ পুলিশ সদস্য, দুই আলু ব্যবসায়ী ও এক শ্রমিক গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পাঁচজনকে ভর্তি করা।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শ্রমিক ইলিয়াস আলীর মৃত্যু হয়।

নিহত ইলিয়াস আলী রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গুলজার মিয়ার ছেলে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর থেকে সার্ভিস লেন দিয়ে যান চলাচল শুরু হয়। পরে শনিবার (১৫ মার্চ) দুপুর ১টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাক তিনটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি পুলিশ হেফাজতে রয়েছে। আহতদের চিকিৎসা চলছে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।