টাঙ্গাইলে নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের হাতে মা খুন


০৮:২৫ পিএম, ১৫ মার্চ ২০২৫
টাঙ্গাইলে নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের হাতে মা খুন - Ekotar Kantho
গ্রেপ্তারকৃত মাদকাসক্ত রাজিব

আরমান কবীরঃ টাঙ্গাইলের মধুপুরে নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হওয়ার ঘটনা ঘটেছে।শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিকা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ছেলে রাজিবকে শুক্রবার রাতেই একই ইউনিয়নের কোনাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ পুলিশ।

নিহতের নাম রেজিয়া খাতুন (৫০)। সে ওই এলাকার খায়রুল পাগলের স্ত্রী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন গ্রেপ্তারকৃত রাজিবের স্ত্রী।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শালিকা পাগুর মোড়ের পূর্ব পাশে খাইরুল পাগলের ছেলে রাজিব ইফতারের পর তার মায়ের কাছে নেশার জন্য টাকা চায়। টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যার পর বাড়ির পাশে আনারস বাগানে নিয়ে পুতে রাখার সময় তার স্ত্রী বাধা দেয়। এসময় রাজিব তার বউকে কুপিয়ে আহত করে। পরে তাকে বাধা দিতে গেলে আরো দুইজন আহত হয়। এরপর স্থানীয়রা রাজিবের স্ত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরানুল কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত রাজিবকে গ্রেপ্তার করা হয়েছে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।