টাঙ্গাইলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১


০৭:২২ পিএম, ৪ মার্চ ২০২৫
টাঙ্গাইলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - Ekotar Kantho
দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি

আরমান কবীরঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নল্যা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক জামালপুর জেলার চাকথহ সরদার বাড়ী এলাকার জাহেদ আলীর ছেলে বিল্লাল হোসেন (৩৮) বলে জানা গেছে।


পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রাজ-রাজীব এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস জামালপুর হয়ে শেরপুরের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে বাসটি উপজেলার নল্যা বাজার এলাকায় পৌঁছালে জামালপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ তিনজন গুরুত্বর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালককে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. শহিদুল্লাহ বলেন, দুর্ঘটনা কবলিত পরিবহন দুটি উদ্ধার করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।