আরমান কবীরঃ মাহে রমজানের প্রথম রোজায় সরকারি শিশু পরিবার (বালিকা)’র এতিম শিশুদের সাথে ইফতার করলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
রবিবার (২ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে সরকারি শিশু পরিবার (বালিকা) ও সরকারি শিশু পরিবার (বালক) টাঙ্গাইল-এ মাহে রমজানের তাৎপর্য শীর্ষক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুব উল আলম খাসনবীশ, উপ-তত্বাবধায়ক তানিয়া আক্তার প্রমুখ।