টাঙ্গাইল ‘বায়োস্কোপ চত্বরে’ পূর্ণিমা উৎসবের আয়োজন 


০৮:৪৭ পিএম, ৪ ফেব্রুয়ারী ২০২৫
টাঙ্গাইল ‘বায়োস্কোপ চত্বরে’ পূর্ণিমা উৎসবের আয়োজন  - Ekotar Kantho

আরমান কবীরঃ টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে পূর্ব পাশের বায়োস্কোপ চত্বরে “নাগরিক জীবনে পূর্ণিমার প্রভাব” এই থিমকে সামনে রেখে পূর্ণিমা উৎসবের আয়োজন করা হচ্ছে।

আগামী ১২ ফেব্রুয়ারি (বুধবার )রাত ৮ থেকে ১২ টা পর্যন্ত বায়োস্কোপ চত্বরে এই পূর্ণিমা উৎসব চলবে।


পূর্ণিমা উৎসবে থাকবে কবিতা আবৃতি, লোকগান, যন্ত্র সঙ্গত, “শহরের নাগরিক জীবনে পূর্ণিমার প্রভাব” নিয়ে মুক্ত আলোচনা।

অনুষ্ঠানে গান গাইবেন লিজু বাউলা, মাহবুবুর রহমান সুমন,জেসি আক্তার, নাসির ফকিরা, শাকিল , শিল্পী ঘোষ ,পলাশ প্রমূখ।

কবিতা আবৃতি করবেন, কবি আবু মাসুম,এডভোকেট জিনিয়া বক্স, সৈয়দ সাইফুল্লাহ, কুশল ভৌমিক, তাবাসসুম আরেফিন ছন্দা প্রমূখ।

“নাগরিক জীবনে পূর্ণিমার প্রভাব” নিয়ে আলোচনা করবেন-আবুল কালাম মোস্তফা লাবু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন, এনটিভির স্টাফ  করসপন্ডেন্ট মহব্বত হোসেন।

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে থাকবেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক রিয়াজুল মওলা রিজু,প্রকৌশলী জাহিদ রানা, সাংবাদিক আরমান কবীর, বাপ্পি খান।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকলের জন্য পূর্ণিমা তিথিতে সেবার আয়োজন থাকবে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।