টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ


০৯:২৩ পিএম, ২৮ জানুয়ারী ২০২৫
টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ - Ekotar Kantho
মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুরে পৌর সভার ১১নং ওয়ার্ডের বেবিস্ট্যান্ড খাদ্য গুদামের সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

আরমান কবীরঃ স্বাধীনতার ঘোষক বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুরে পৌর সভার ১১নং ওয়ার্ডের বেবিস্ট্যান্ড খাদ্য গুদামের সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় ৫ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা মহিলাদলের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মমতাজ করিম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, যুবদল নেতা আব্দুল্যাহেল কাফী সাহেদ, স্বেচ্ছাসেবকদল নেতা সালেহ মোহাম্মদ সাফী ইথেন, মিজানুর রহমান উজ্জল, জেলা মৎসজীবি দলের সাধারন সম্পাদক মোস্তফা, যুবদল নেতা সাব্বির আহম্মেদ রতন, ছাত্রদল নেতা আজাদ মিয়া, প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা মোস্তফা কামাল।

এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।