টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১


০৭:১২ পিএম, ২৭ জানুয়ারী ২০২৫
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ - Ekotar Kantho
দুর্ঘটনায় নিহত মাহবুব আলম 

আরমান কবীরঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব আলম (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

সোমবার(২৭ জানুয়ারি ) ভোরে উপজেলার ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কের কুঠিবয়ড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহবুব আলম জেলার গোপালপুর উপজেলার বসুবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি জামালপুরের সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তবে দুর্ঘটনায় আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।


দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে, সেখানে তার অবস্থার অবনতি হলে‌ উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাহবুব আলম তার এক সহকর্মীকে নিয়ে মোটরসাইকেলযোগে ভূঞাপুরের দিকে যাচ্ছিলেন। ভোর ৬টার দিকে ভূঞাপুর-তারাকান্দি সড়কে কুঠিবয়ড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়। আহত হয় এক মোটরসাইকেল আরোহী।দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে, সেখানে তার অবস্থার অবনতি হলে‌ উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করে।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম রেজাউল করিম জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।