টাঙ্গাইলে অপহরণ চক্রের ১ সদস্য গ্রেপ্তার


০৭:৪২ পিএম, ২৬ জানুয়ারী ২০২৫
টাঙ্গাইলে অপহরণ চক্রের ১ সদস্য গ্রেপ্তার - Ekotar Kantho
আটককৃত  অপহরণ চক্রের সদস্য মোঃ ইউনুছ আলী 

আরমান কবীরঃ টাঙ্গাইলে যাত্রীবেশে প্রাইভেটকারে উঠিয়ে বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় চক্রের ১ সদস্যকে গ্রেপ্তার করেছে কালিহাতী থানা পুলিশ।

শনিবার(২৫ জানুয়ারি )রাতে জেলার মির্জাপুর উপজেলার জামুকি ইউনিয়নের পাকুল্যা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া।


গ্রেপ্তারকৃত মো.ইউনুস আলী(৩২) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর সর্দারটারী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।

এ প্রসঙ্গে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান ,গত ২৫ জানুয়ারি শনিবার সন্ধ্যার দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গা ক্লিনিকের সামনে থেকে মো. হাসান নামের এক ব্যাক্তিকে যাত্রীবেশে প্রাইভেটকারে তুলেন অপহরণকারীরা। পরে পরিবারের নিকট মুক্তিপণ দাবি করেন ওই চক্রটি। এসময় অপহৃতের পরিবার ওই চক্রের এক সদস্যের মোবাইল নাম্বারে ২৫ হাজার টাকা বিকাশে পাঠায়। পাশাপশি পুলিশকেও বিষয়টি অবহিত করে। খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে মির্জাপুর উপজেলার পাকুল্যা বাজার থেকে ক্যাশ আউট করার সময় অপহরণ চক্রের সদস্য ইউনুসকে গ্রেপ্তার করে। এসময় অপহৃত হাসানকেও উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অপহরণ চক্রের বাকী সদস্যরা হাসানকে রাস্তায় ফেলে দ্রুত পালিয়ে যায় এবং পরিবারের পক্ষ থেকে পাঠানো ২৫ হাজার টাকা ও এটিএম কার্ড উদ্ধার করা হয়।

তিনি জানান,এ ব্যাপারে কালিহাতি থানায় একটি অপহরণের মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি)দুপুরে অপহরণকারীকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।