একতার কণ্ঠঃ টাঙ্গাইলে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(৭ জানুয়ারি )বেলা ১১ টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ৫ শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
সাকসু’র সাবেক জিএস চিত্তরঞ্জন দাস নুপুরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডঃ আলী ইমাম তপন, সাবেক সহ-সভাপতি সাদেকুল আলম খোকা প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমরা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছি । শেখ হাসিনা বলে বেড়াতো তিনি পালান না তবে তিনি ভারতের পালিয়ে জীবন বাঁচিয়েছে।বক্তারা হাসিনার কঠিন বিচার দাবী করেন।
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহিনের অর্থায়নে এ কম্বল বিতরণ করা হয়।