টাঙ্গাইল ক্লিনিক মালিক সমিতির সভাপতি ছাদু, সম্পাদক রেজা


০৮:৫৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৪
টাঙ্গাইল ক্লিনিক মালিক সমিতির সভাপতি ছাদু, সম্পাদক রেজা - Ekotar Kantho
সভাপতি ছাইদুল হক ছাদু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা

একতার কণ্ঠঃ বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে ছাইদুল হক ছাদুকে সভাপতি ও রেজাউল করিম রেজাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থিত সংগঠনের স্থায়ী কার্যালয়ে ডা. আব্দুল হামিদের সভাপতিত্বে সাধারণ সভায় সকল সদস্যের সম্মতিক্রমে গঠিত কমিটিকে উপদেষ্টা জাফর আহমেদ অনুমোদন দেন।

এ কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, কার্যকরী সভাপতি ডা. এ কে এম আব্দুল হামিদ, সহ-সভাপতি বাহালুল হক নিপু, আজমল হোসেন খান, যুগ্ম-সম্পাদক ফজলুল হক, অর্থ সম্পাদক জয়নুল আবেদীন জয়, সাংগঠনিক সম্পাদক জগলুল হায়দার সোহেল, দপ্তর সম্পাদক আবু কায়ছার, সমাজ কল্যান সম্পাদক ওয়াহেদ রাশেদ রিটু, প্রচার সম্পাদক কামাল হোসেন, কার্যকরি সদস্য সাইফুজ্জামান কল্লোল, ওয়ারেছ সিকদার, সাজ্জাদ ইসলাম স্বপন, খ. মুবাসসিরুল হক মোবিন, খুররম খান ইউসুফী, আনোয়ার হোসেন, জসিম উদ্দিন, সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ, আবু ইশা মনির, ফরহাদুল ইসলাম, শরিফুল ইসলাম, শরিফুল ইসলাম, বেল্লাল হোসাইন, মোফাজ্জল হোসেন রিপন ও ইদ্রিস মিয়া।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।