টাঙ্গাইলে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার


০৭:৪৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৪
টাঙ্গাইলে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে পৃথক স্থান থেকে দুইজ‌নের মরদেহ উদ্ধার ক‌রা হয়েছে। এর মধ্যে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঘাটাইল উপ‌জেলার কাইতকাই এলাকায় একটি বা‌ড়ির পা‌শের ধানখেত থেকে কিশোর শামী‌ম (১৪) ও কালিহাতী উপ‌জেলার হা‌তিয়া এলাকা থেকে অজ্ঞাত বৃ‌দ্ধের মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

নিহত শামীম উপজেলার ভানিকাত্রা গ্রামের ভ্যানচালক করিমের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘাটাইল উপজেলার কাইতকাই এলাকায় ধানখেতের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। শামীম ঘাটাইল ক‌্যান্টন‌মেন্ট-সংলগ্ন ঝড়কা বাজারের এক‌টি মুরগির দোকা‌নে কাজ করত। মা‌ঝে মধ্যে মানু‌ষের বা‌ড়ির গাছগু‌লোর ফলমূল চু‌রি করত সে। ‌যে বা‌ড়ির পা‌শে তার মরদেহ উদ্ধার হ‌য়েছে সেই বাড়িতে কেউ ছিল না। তার মাথায় আঘাত ক‌রে হত‌্যা করা হ‌য়েছে বলে ধারণা করছে পুলিশ।

এদিকে একই সম‌য়ে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ত‌বে তার মৃত্যু ট্রেনে কাটা পড়ে না‌কি অন্যকিছু হ‌য়ে‌ছে সেটা জানা যায়‌নি।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) র‌কিবুল ইসলাম জানান, প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে তা‌কে কেউ হত‌্যার পর সেখা‌নে ফে‌লে গে‌ছে। নিহতের মরদেহ ময়নাতদ‌ন্তের জন‌্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে। তদন্ত ক‌রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ফারুক জানান, রেললাইনের পাশে প‌ড়ে‌ছিল ওই বৃদ্ধের মরদেহ। যেহেতু মরদেহটি রেললাইনের পা‌শে প‌ড়ে‌ছিল সে‌হেতু বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়। প‌রে তারা মরদেহটি উদ্ধার করেন।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।