টাঙ্গাইলে গোসলে নেমে প্রাণ গেল বাস হেলপারের


০৭:৫০ পিএম, ৩১ অগাস্ট ২০২৪
টাঙ্গাইলে গোসলে নেমে প্রাণ গেল বাস হেলপারের - Ekotar Kantho
নিহত বাস হেলপার সোলেমান

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুরে গোসলে নেমে সোলেমান (১৮) নামে এক বাস হেলপারের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে ভূঞাপুর উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে গেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাস হেলপার সোলেমান দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাসদেবপুর গ্রামের বাসিন্দা। পেশায় সে বাস শ্রমিক ছিল।

সহকর্মীরা জানায়, সে বাসের হেলপার ছিল। শুক্রবার দুপুরের পরে ঢাকা থেকে এসে তার সহকর্মীদের সাথে ভূঞাপুর উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। তার সাথে থাকা অন্যান্যরা তাকে উদ্ধার করতে পারেনি। পরে খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

এ প্রসঙ্গে ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা খাদেমুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।


নিউজটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।