একতার কণ্ঠঃ আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে টাঙ্গাইলে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়ছ।
রবিবার (১৯ মে) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ অনুষ্ঠানর আয়োজন করা হয়।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
বাংলা টিভিকে শুভেচ্ছা জানান, টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলা টিভির টাঙ্গাইল প্রতিনিধি খন্দকার হাবিবুল্লাহ কামাল। এ সময় দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহেল তালুকদার, বাংলা টিভির বাসাইল প্রতিনিধি রুবল মিয়া, সাংবাদিক আবু সাঈদসহ টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।