টাঙ্গাইলে কাভার্ডভ্যান-প্রাইভেটকারের সংঘ‌র্ষে নিহত ২


০৩:৫৪ পিএম, ৩১ মার্চ ২০২৪
টাঙ্গাইলে কাভার্ডভ্যান-প্রাইভেটকারের সংঘ‌র্ষে নিহত ২ - Ekotar Kantho
দুর্ঘটনায় দুমরে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার

একতার কণ্ঠঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাভার্ডভ্যান ও প্রাইভেটকা‌রের সংঘ‌র্ষে দুইজ‌ন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (৩১ মার্চ) সকা‌ল ৮টার দি‌কে উপ‌জেলা সদরের নগরজালফৈ বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে। দুর্ঘটনার ফ‌লে প্রাইভেটকারের সামনের অংশ ধুমড়ে মুচড়ে গে‌ছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- প্রাইভেটকারচালক মো. ইলিয়াস হোসেন (৩৫) সে বরগুনা জেলা সদরের সোনাখালী গ্রামের আ. মান্নানের ছেলে। নিহত অপরজন হচ্ছেন, সিরাজগঞ্জ সদরের মৃত নুর মোহাম্মদের ছেলে শাহ আলম (৪৫)।


এ দুর্ঘটনায় সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার মৃত দারুজ্জামান তালুকদারের ছেলে মো. আনিছুর রহমান (৫৫) ও একই জেলার সদর উপজেলার আইএইচ সিরাজী রোডের মৃত মতিয়ার রহমানের ছেলে এ কে এম মাহফুজুর রহমান আল্লাল (৫৫) আহত হয়েছেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাজেদুল ইসলাম জানান , রবিবার সকালে তিনজন যাত্রী নিয়ে প্রাইভেটকারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।প্রাইভেটকারটি নগরজালফৈ বাইপাস এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়।

তিনি আরও জানান, এতে ঘটনাস্থলে চালক নিহত হন। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বাকি দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।