টাঙ্গাইলে বিএনপি’র বিক্ষোভ মিছিলে দফায় দফায় পুলিশের বাধা


০৮:১৭ পিএম, ৯ অক্টোবর ২০২৩
টাঙ্গাইলে বিএনপি’র বিক্ষোভ মিছিলে দফায় দফায় পুলিশের বাধা - Ekotar Kantho
পুলিশি বাঁধার মুখে টাঙ্গাইল জেলা বিএনপি'র বিক্ষোভ মিছিল

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো, সংসদ বিলুপ্ত ও একদফা দাবি বাস্তবায়নের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়ে শান্তিকুঞ্জ মোড়ে আটকে দেয়। পরে সেখানেই বিএনপি নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেছে।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের ভাসানী হলের সামনে এসে সমবেত হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে প্রথম দফায় পুলিশ বাধা দেয়। পুলিশি বাধায় নেতাকর্মীরা শহরের বেপারীপাড়া এলাকায় গিয়ে সমবেত হয়। পরে সেখান থেকে পুনরায় বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে প্রবেশ করতে চাইলে শান্তিকুঞ্জ মোড় এলাকায় পুলিশ তাদেরকে দ্বিতীয় দফায় বাধা দেয়। পরে সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশে করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহাবুব আনাম স্বপন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।


এ সময় জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদক এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।