একতার কণ্ঠঃ বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার। (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের ঈদগাঁ মাঠ থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেপাড়ীপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি
হাসানুজ্জামিল শাহীন, সাধারন সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহিন, আবুল কাশেম, জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক একেএম মনিরুল হক মনির, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী, সাধারন সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক, তাঁতীদলের সভাপতি শাহ-আলম, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভ, সদস্য সচিব আব্দুল বাতেনসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।