টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই আম ব্যবসায়ী নিহত


০৮:৩৪ পিএম, ২ অগাস্ট ২০২৩
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই আম ব্যবসায়ী নিহত - Ekotar Kantho

একতার কণ্ঠঃ বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে আমবাহী পিকআপ উল্টে দুই আম ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (২ আগস্ট) সকালে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী আন্ডাপাসের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদী জেলার পলাশ উপজেলার চর সিন্দুর গ্রামের সবুজ মিয়ার ছেলে আরিফুল ইসলাম(২৩) ও একই জেলার শিবপুর উপজেলার লাটপুর গ্রামের স্বপন চন্দ্র বর্মণের ছেলে অর্থ চন্দ্র বর্মণ(১৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা আম বোঝাই একটি পিকআপ সকাল পৌনে ৯ টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের জার্মুকী আন্ডাপাসের কাছে পৌঁছে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অর্থ চন্দ্র বর্মণের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরিফুল ইসলামকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


নিউজটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।