টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ হারাল আ’লীগ নেতা


০২:৪৬ পিএম, ২৬ জুলাই ২০২৩
টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ হারাল আ’লীগ নেতা - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে রমজান আলী (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতী গ্রামের তার নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতী ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারান্দিয়া টি.আরকে.এন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য।


জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় রমজান আলী বাড়ির পেছনে কাজ করছিল। এসময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান।

নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, রমজান আলী একজন সমাজসেবক ও সজ্জন মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখেন গেছেন।

জাহাঙ্গীর আলম আরও জানান, তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (২৬ জুলাই) সকাল ১০ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, বজ্রপাতে মৃত্যুর খবরটি জানা নেই।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।