টাঙ্গাইলে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ


০৯:০৪ পিএম, ২০ জুলাই ২০২৩
টাঙ্গাইলে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই)সকালে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ফতেপুর রান ডেভেলপমেন্ট অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের হাতে সহয়ক উপকরণ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও )হাসান বিন আলী।

এ সময় ছাত্রছাত্রীদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়।


অনুষ্ঠানে শামছুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রান ডেভেলপমেন্ট অষ্টিটিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মহব্বত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনিয়া নাসরিন ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুর আলম সিদ্দিকী ও ম্যানেজিং কমিটির সদস্য মাসুদ পারভেজ ।

পরে প্রধান অতিথি বিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখেন এবং এ বিদ্যালয়ের উন্নয়নে সাধ্যমত সহযোগীতার আশ্বাস দেন।

অনুষ্ঠনে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।