টাঙ্গাইলে বিদ্যালয়ের ভেতরে কাঁচাবাজার নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন


০৮:৩৯ পিএম, ২৩ জুন ২০২৩
টাঙ্গাইলে বিদ্যালয়ের ভেতরে কাঁচাবাজার নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতরে কাঁচাবাজার নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার(২৩ জুন) বিকেলে পৌর শহরের টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ওই স্কুলের প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিক সমাজের বানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এডভোকেট জিনিয়া বখশ্, মাহমুদা শেলী, মেহেনিগার হোসেন তন্ময়, মীর শেলী, রাবেয়া সুলতানা, অভিভাবকের পক্ষে শহীদুল ইসলাম, হোসনে আরা নাজমা, বর্তমান শিক্ষার্থী কানিজ ফাতেমা মীম প্রমুখ বক্তব্য রাখেন।


এসময় বক্তারা বলেন, স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি কুদরত ই এলাহী খান ওই স্কুলের ভেতরে পাইকারি কাঁচাবাজার নির্মাণের উদ্যোগ নিয়েছে। এই স্কুলের ভেতরে কুদরত ই এলাহী খানের স্বেচ্ছাচারী একক সিদ্ধান্তে এখানে কোন দোকান হতে দেওয়া হবে না। সেক্ষেত্রে আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিব। এসময় বক্তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

প্রসঙ্গত, টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি কুদরত ই এলাহী খান উদ্যোগ ওই বিদ্যালয়ের ভেতরের পশ্চিম পাশে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুকের নামে পাইকারি কাঁচাবাজার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।