একতার কণ্ঠ ডেস্কঃ কথাসাহিত্যিক মোশতাক আহমেদ করোনাকালীন পাঠকদের কথা মাথায় রেখে নিজের লেখা চারটি বই ফ্রি ডাউনলোড করার সুযোগ দিয়েছেন। বইগুলো হলো প্যারাসাইকোলজি উপন্যাস মনভাঙ্গা পরী ও বৃষ্টি ভেজা জোছনা ভৌতিক উপন্যাস রক্তসাধনা ও সায়েন্স ফিকশন লালমানব।
যে কেউ চাইলে মোশতাক আহমেদের ফেসবুক পেইজে দেওয়া লিঙ্কে গিয়ে বইগুলো বিনামূল্যে ডাউনলোড করে পড়তে পারবেন।
মোশতাক আহমেদ বলেন, ‘অনেক ভক্ত পাঠক ফোন করছেন, মেসেজ দিচ্ছেন বইয়ের জন্য। তাছাড়া এখন যেহেতু সারা বিশ্ব একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সবার ঘরে থাকাই এখন একমাত্র কাজ। তাই এই সময়টুকু যেন একটু ভালো কাটে তাই আমার চারটি বই ফ্রি পড়ার সুযোগ দিচ্ছি। ইতোমধ্যে ব্যাপক রেসপন্স পাচ্ছি। কয়েকহাজার পাঠক ইতিমধ্যে বইগুলো ডাউনলোড করেছে।’