বঙ্গবন্ধু সেতু‌ পারাপা‌রে মোটরসাই‌কে‌লের দীর্ঘ সা‌রি


০২:৩২ পিএম, ১৯ এপ্রিল ২০২৩
বঙ্গবন্ধু সেতু‌ পারাপা‌রে মোটরসাই‌কে‌লের দীর্ঘ সা‌রি - Ekotar Kantho

একতার কণ্ঠঃ ঈদে বা‌ড়ি ফির‌তে শুরু ক‌রে‌ছে ঘর মুখো মানুষ । এ‌তে উত্তরবঙ্গগামী মানুষ জীব‌নের ঝু‌ঁকি নি‌য়ে পরিবার-পরিজন নিয়ে বঙ্গবন্ধু সেতু পার হ‌চ্ছে মোটরসাই‌কে‌ল‌ যোগে।  বুধবার (১৯ এ‌প্রিল) ভোর থে‌কে বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় আলাদা টোল বু‌থে শত শত মোটরসাই‌কেলের দীর্ঘ সা‌রি দেখা গে‌ছে।

স‌রেজ‌মি‌নে বুধবার দুপুরে বঙ্গবন্ধু সেতু‌তে গি‌য়ে দেখা গে‌ছে, শত শত মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজার পা‌শেই স্থা‌পিত আলাদা বু‌থে অ‌পেক্ষা কর‌ছে সেতু পার হওয়ার সময়। এসময় সেতু কর্তৃপ‌ক্ষের লোকজন অ‌পেক্ষারত মোটরসাই‌কেল আ‌রোহী‌দের নির্ধা‌রিত মোটরসাইকে‌লের টোলের টাকা হা‌তে রাখার জন‌্য মাই‌কিং কর‌ছে।
এ‌দি‌কে মহাসড়‌কে যাত্রীবা‌হি বা‌সের চে‌য়ে ব‌্যক্তিগত গা‌ড়ি বে‌শি দেখা গে‌ছে। এ‌রম‌ধ্যে মোটরসাই‌কে‌লের সংখ‌্যা বে‌শি।

নারায়নগঞ্জ থে‌কে উত্তরবঙ্গে রওনা হওয়া মোবারক হো‌সেন জানান, ‌ভোররা‌তে নারায়নগঞ্জ থে‌কে রওনা হ‌য়ে‌ছি মোটরসাই‌কেল‌যো‌গে ঈ‌দে বা‌ড়ি যাওয়ার জন‌্য। মহাসড়ক ফাঁকা ছিল বিধায় তারাতা‌ড়ি আস‌তে পে‌রে‌ছি।

স্ত্রী নি‌য়ে মোটরসাইকেল‌যো‌গে বা‌ড়ি যা‌চ্ছেন গ্রামীন ব‌্যাং‌কে কর্মরত আবুল কালাম। তি‌নি জানান, ঈ‌দের ছু‌টি‌তে বা‌ড়ি যা‌চ্ছি। সেতু পার হ‌লেই বা‌ড়ি। তাই স্ত্রী‌কে নি‌য়ে মোটরসাই‌কেল‌যো‌গে বা‌ড়ি যা‌চ্ছি। আমার মত শত শত মোটরসাই‌কেলের আ‌রোহীরা অ‌পেক্ষা কর‌ছে সেতু পার হ‌তে।

মোটরসাই‌কেল আ‌রোহীরা জানান, ছু‌টির প্রথম দি‌নে মহাসড়ক ফাঁকা ‌ছিল। ঝা‌মেলা ছাড়াই মোটরসাই‌কেলে বা‌ড়ি যাওয়া সহজ।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল জানান, ভোররাত থে‌কেই সেতু‌তে মোটরসাই‌কেল পারাপা‌রে দীর্ঘ সা‌রি ছিল।মোটরসাই‌কেল পারাপা‌রের জন‌্য আলাদা বুথ করা হ‌য়ে‌ছে।


নিউজটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।