একতার কণ্ঠঃ ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) বিকালে ওয়ান বাংলাদেশের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেনের নেতৃত্বে প্রত্যয়’ ৭১ এর সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় কালো ব্যাজ ধারণ করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান , ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়া রাত ১০ টা ৩০ মিনিটে ২৫শে মার্চ কালরাত্রি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচির আয়োজন করার কথা রয়েছে।