টাঙ্গাইলে বিদ্যালয়ের ১৬টি ল্যাপটপ চুরি


১১:১৮ এএম , ২৫ ডিসেম্বর ২০২২
টাঙ্গাইলে বিদ্যালয়ের ১৬টি ল্যাপটপ চুরি - Ekotar Kantho

একতার কণ্ঠঃ ৬ মাসের মাথায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনাঞ্চলস্থ ভুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব থেকে ১৬টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে।

গত জুন মাসে একই উপজেলার আউশনারা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ৬টি কম্পিউটার চুরির ঘটনা ঘটেছিল। পরবর্তীতে চুর হওয়া সেই ল্যাপটপগুলো উদ্ধার সম্ভব হয়েছে।

শনিবার সকালে বিদ্যালয় সংশ্লিষ্টরা নিশ্চিত হয়েছেন চার তলার ল্যাব থেকে ল্যাপটপগুলো চুরি হয়। এদিন বিকেলে মধুপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এপ্রিল পল মৃ।


বিদ্যালয় সূত্র জানায়, গত ১৭ ডিসেম্বর বিদ্যালয়ের ফলাফল দিয়ে প্রতিদিন নিচ তলার অফিস কক্ষ নিয়মিত খোলা রাখা হয়। উপরে যাওয়ার প্রয়োজন হয়নি। মুক্ত পাঠ ট্রেনিং সংক্রান্ত কাজে শনিবার সকালে চতুর্থ তলার ল্যাবের সামনে গিয়ে ক্যাচিগেট ও ভিতরের দরজা খোলা এবং কক্ষের ভিতরের সব টেবিল ল্যাপটপ শূন্য পাওয়া যায়। ল্যাপটপের সাথে কি বোর্ড, মাউসসহ কম্পিউটার এক্সেসরিজ খোয়া যায়।

খ্রিষ্ট ধর্মাবলম্বী প্রধান শিক্ষক এপ্রিল পল মৃ বড় দিনের উৎসব অনেকটা মাটি হচ্ছে উল্লেখ করে জানান, এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জানানো হয়। তাদের নির্দেশ ও পরামর্শ মতে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি কবে ঘটেছে নিশ্চিত করা যায়নি। তবে শুক্রবার রাতের আগেও ঘটতে পারে বলে জানান প্রধান শিক্ষক।

তিনি আরও জানান, বিদ্যালয় থেকে এর আগেও একটি ডেস্কটপ খোয়া গিয়েছিল। পরে বিশেষ উদ্যোগে সেটি উদ্ধার করা সম্ভব হয়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর তদন্ত করতে একজন এসআইকে অ্যাসাইন করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে আউশনারা উচ্চ বিদ্যালয় থেকে শেখ রাসেল কম্পিউটার ল্যাবের ৬টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছিল। পুলিশী অনুসন্ধানে সেগুলো উদ্ধার হয়েছে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।