কুরতুবী মাদরাসার টাঙ্গাইল সিটি ক্যাম্পাস উদ্বোধন


০৭:৫৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২
কুরতুবী মাদরাসার টাঙ্গাইল সিটি ক্যাম্পাস উদ্বোধন - Ekotar Kantho

একতার কণ্ঠঃ কুরতুবী মাদরাসার টাঙ্গাইল সিটি ক্যাম্পাস এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৮ ডিসেম্বর) সকালে শহরের আকুর টাকুর পাড়াস্থ কুরতুবী মাদরাসার টাঙ্গাইল সিটি ক্যাম্পাস এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল পৌর মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীর।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।


বিশেষ অতিথি ছিলেন দেলদুয়ার সরকারী সৈয়দ মহব্বত আলী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো, নূরুজ্জাহিদ কচি, বেড়াডোমা ইসলামবাগ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা রাশেদুল ইসলাম, মগড়া গার্লস ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম শফিকুল ইসলাম শফি, টাঙ্গাইল পুরাতন কোর্ট মসজিদের ইমাম ও খতিব হাফেজ আমজাদ হোসেন।

কুরতুবী মাদরাসার টাঙ্গাইলের চেয়ারম্যান হারুনুর রশীদ খানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে অভিভাবক, মাদরাসার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।