টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত


০৯:৪৮ পিএম, ২৫ মার্চ ২০২১
টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত - Ekotar Kantho

একতার কণ্ঠ ডেস্কঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তীতে উপলক্ষে টাঙ্গাইলে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫মার্চ) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে  প্রেস ক্লাব অডিটোরিয়ামে এ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড.মোঃ আতাউল গণি। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি  এড. জাফর আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শাহানা আক্তার প্রমুখ।

চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা ‘ক’ এবং ‘খ’ ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এ প্রতিযোগিতায় প্রায় ২ শতাধিক প্রতিযোগিরা অংশ গ্রহণ করেন।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।